প্রধান শিক্ষকের বাণী

শিক্ষা প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার। জীবনকে সুন্দর ও অর্থবহ করে গড়ে তোলার লক্ষ্যে তার অন্তর্নিহিত ও গুণাবলীর সর্বোত্তম বিকাশ ঘটানোই শিক্ষার স্বরুপ। তাইতো বলা হয় EDUCATION IS THE CREATION OF A SOUND MIND IN A SOUND BODY (শিক্ষা হলো সুন্দর দেহে সুন্দর মনের সৃষ্টি)। এ উদ্দেশ্য পূরণে প্রয়োজন শিক্ষার সুপরিকল্পিত প্রয়োগ ও ভারসাম্যপূর্ণ বাস্তবায়ন। বিশ্বের অধিকাংশ দেশে জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। কিন্তু আমাদের এই জন্মভূমির স্বাধীনতা প্রাপ্তির এত বছর অতিক্রান্ত হলেও এ দেশের ভবিষৎ প্রজন্ম ছাত্র-ছাত্রীরা শিক্ষার পরিপূর্ণ সুযোগ থেকে এখনো অনেক ক্ষেত্রেই বঞ্চিত। সরকারের শিক্ষা নীতিতে “সবার জন্য শিক্ষা কর্মসূচী” থাকলেও তা বাস্তবায়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। একটি সুশিক্ষিত জাতি গঠনে সরকারের পাশাপাশি সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আর সেই দায়বদ্ধতা থেকেই শিক্ষা ও জ্ঞানার্জনে ছাত্র-ছাত্রীদের প্রতিভা ও মেধার সমন্বিত উৎকর্ষ সাধনের প্রত্যয়ে বেড়াইদেরচালা আইডিয়াল স্কুলের পথ চলা শুরু। বেড়াইদেরচালা আইডিয়াল স্কুল হউক আপনার সন্তানের জন্য প্রথম পছন্দের।

All rights reserved © Beraiderchala Ideal School