সহকারী প্রধান শিক্ষকের বাণী

আলহামদুলিল্লাহ্, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি নির্ভর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করনের লক্ষ্যে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে বেড়াইদেরচালা গ্রামে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেড়াইদেরচালা আইডিয়াল স্কুল, বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। এই ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ এর কার্যক্রমের তথ্যাবলী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বেসরকারি অফিস সহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে একটি মনোরম ও আধুনিক শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। ওয়েব সাইটটি বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ” গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করনের মাধ্যমে সেবারমান বৃদ্ধি ও উন্নত করবে এ লক্ষ্যে ওয়েব সাইটটি যথাযথ ব্যবহারের মাধ্যমে সকলের সর্বাত্বক সহযোগীতা কামনা করছি।

All rights reserved © Beraiderchala Ideal School